Image description

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ও উগ্র ভাষায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।”

বক্তব্যের শুরুতেই তিনি অভিযোগ করেন, “আট মাস পরেও কিছু রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ আমাদের মনে করিয়ে দিতে চায় যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। অথচ বাস্তবতা হলো, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় – এটি একটি দুঃশাসনের প্রতীক।”

ড. মোহাম্মদ ইউনূসের এক মন্তব্যের সমালোচনায় তিনি বলেন, “তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ড. ইউনূস, আপনি ভুলে যাবেন না – আমরা আপনাকে ক্ষমতায় এনেছি। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সেই সিদ্ধান্ত আমরা জনগণই নিয়েছি।”

তিনি আরও দাবি করেন, “আওয়ামী লীগ বাংলাদেশে মৃত, আর তার জানাজা হয়েছে দিল্লিতে। আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের ওপর দিয়ে এই দল আবার ক্ষমতায় আসতে পারবে না।”

আওয়ামী লীগের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ পরবর্তী সময়ে শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছিলেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ছিল আওয়ামী লীগের লুটপাট ও দুঃশাসনের ফল, যেখানে ১৫ লাখ মানুষ প্রাণ হারায়।”

বক্তব্যের শেষাংশে হাসনাত আব্দুল্লাহ জোর দিয়ে বলেন, “এই দেশকে রক্ষা করতে হলে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে – এখানে কোনো 'কিন্তু' নেই।”