Image description

টাঙ্গাইলের ধনবাড়ীতে ডেকে নিয়ে মিজানুর রহমান (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাতে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট বাজারে এ ঘটনা ঘটে।

পেশায় ব্যবসায়ী মিজানুর ভাইঘাটের সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ধোপাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

নিহতের চাচা মহির উদ্দিনসহ স্থানীয়রা জানান, ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মিজানুর একটি দোকানের সামনে অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে ডেকে মসজিদের কাছের একটি গলিতে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। ওই গলিতে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। টাঙ্গাইল নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

ধনবাড়ী থানার ওসি এস.এম শহীদুল্লাহ বলেন, ‘লাশের ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া চলমান। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।’