Image description

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে বিজিবি হস্তান্তর করেছে।

শুক্রবার (২ মে) রাতে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এ ঘটনা মীমাংসা হয়।

ফেরত পাওয়া দুই বাংলাদেশি কৃষক হলেন ধর্মজৈন সীমান্ত এলাকার এনামুল ইসলাম এবং তার ছেলে মাসুদ রানা। তারা ধান মাড়াইয়ের সময় সীমান্তের কাছে কাজ করছিলেন। দুপুর সাড়ে ১১টার দিকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই সময়ে ভারতের দুই নাগরিক থিলিপ সরেন ও অবিনাশ টুডু বাংলাদেশের অভ্যন্তরে পানি পান করতে এলে স্থানীয়রা তাদের আটক করে। পরে বিজিবি এসে ওই দুই ভারতীয়কে হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ এবং আমরা ভারতীয় দুই নাগরিককে হস্তান্তর করেছি।