
আগামী ৩ মে ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যানে মহাসমাবেশকে সামনে রেখে রাজধানীর উত্তরায় মোটর সাইকেল র্যালি ও গণমিছিল আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে উত্তরার আজমপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু হয় বিশাল গণমিছিল। হেফাজতে ইসলাম বাংলাদেশ উত্তরা জোনের আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান কাসেমীর নেতৃত্বে মিছিলটি এ সময় বিএনএস সেন্টার, হাউজ বিল্ডিং, রাজলক্ষীসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
সদস্য সচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব ।
বক্তব্যে জুনায়েদ আল হাবীব বলেন, আগামী ৩ তারিখের মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনাসহ সকল প্রকারের কুরআন বিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। দেশ ও ইসলামের বিরুদ্ধে প্রতারণাকারী সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশে কুরআন বিরোধী আইন পাশ করতে হলে তা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। এ সময় তিনি নারী কমিশনের প্রস্তাবনাসহ কুরআন বিরোধী সকল প্রস্তাবনা বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে উত্তরা আব্দুল্লাহপুর এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক ও বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিনের নেতৃত্বে ঢাকা-বিমানবন্দর মহাসড়কে মোটর সাইকেল র্যালির আয়োজন করা হয়।
সংগঠনের ঢাকা মহানগরীর সহ-স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সুহাইল সাদীর সঞ্চালনায় র্যালিতে হেফাজতে ইসলামের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রস্তাব বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচারসহ ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে আগামী ৩ মে চার দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সমাবেশকে সামনে রেখে রাজধানীর উত্তরায় এই গণমিছিল ও মোটরসাইকেল কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা।