Image description

সচিবালয়ে প্রবেশের নতুন আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যতিত সকল অস্থায়ী পাশ বাতিল করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে।

শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আদেশের কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (Digital Access Control System) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

 
 
এতে আরও বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হলো।

 

author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder