Image description
 

নিউইয়র্কে চলমান ওয়ার্ল্ড র‍্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে প্রথমবার কোনো দাবাড়ু অংশ নিয়েছে। তিনি হলেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা। বিশ্বের বাঘা বাঘা সব দাবাড়ুর সঙ্গে এই লড়াইয়ে মঞ্চে অস্ট্রিয়া এবং জার্মানির দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিয়েছেন এই তরুণ।র‍্যাপিড দাবায় ম্যাচের দৈর্ঘ্য ১৫ মিনিট। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে সাড়ে ৩ পয়েন্ট পেয়েছেন মনন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে তিনি রাশিয়ার গ্র্যান্ডমাস্টার নেস্টেরভ এরসেনি, চিনের আন্তর্জাতিক মাস্টার লোউ ইয়িপিং ও ডেনমার্কের গ্র্যান্ডমাস্টার এন্ডারসেন ম্যাডসের কাছে হেরে যান।

 

চতুর্থ রাউন্ড থেকে ঘুরে দাঁড়ান মনন। জিম্বাবুয়ের আন্তর্জাতিক মাস্টার ইউরাজায়েভ মাকোটো রোডওয়েলের সঙ্গে ড্র করেন। গত বৃহস্পতিবার তিনি পঞ্চম রাউন্ডে হারান অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে। এরপর গতকাল শুক্রবার নবম রাউন্ডে জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে হারিয়ে তাক লাগিয়ে দেন।আজ শনিবার শেষ হচ্ছে ওয়ার্ল্ড র‍্যাপিড দাবার আসর। এতে প্রথমবার অংশ নিয়ে ১৮০ জন দাবাড়ুর মধ্যে ১৫১ নম্বরে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন। নারী বিভাগে নোশিন আছেন ১১০ জনের মধ্যে ১০১ নম্বরে।