
বৃষ্টিতে মাঠে ফুটবল খেলতে গিয়ে ফেরার সময় বজ্রপাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে উত্তরার তুরাগ নদীর আশপাশে এ ঘটনা ঘটেছে। এ সময় আরো এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর আল আমিন সিকদার শিহাব দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বজ্রপাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যাওয়া শিক্ষার্থীর নাম রাফি হাসান। তিনি বিশ্ববিদ্যালয়টির সিভিল ডিপার্টমেন্টের ২২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আল আমিন সিকদার শিহাব বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী পাশের একটি মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা নৌকা নিয়ে নদী পার হওয়ার সময় বজ্রপাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক শিক্ষার্থী মারা যান। এছাড়াও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। বাকিরা সবাই সুস্থ আছেন।