Image description
 

বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বুধবার রাত ৩টায় বানারীপাড়া থানার একটি মামলায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

 

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা যুগান্তরকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে তিনি দুটি মামলায় জামিন নিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন শিকদারের দায়ের করা একটি মামলায় তিনি দীর্ঘ দিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতারের জন্য আমরা বিমানবন্দর ইমিগ্রেশনে রিকুইজিশন দিয়েছিলাম। সে অনুযায়ী বুধবার রাত ৩টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার করে।