
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ (ইশরাক হোসেন) নিয়ে সময় মতো আইন মন্ত্রণালয়ের মতামত আমরা পাইনি-এ কথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, ১০ দিনের আইনি বাধ্যবাধকতা থাকায় গেজেট প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনার বলেন, রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেই জন্য ভোটার তালিকা হালনাগাদের ৫৬টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। যাদের ২টি ভোটার আইডি কার্ড রয়েছে, তাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি কার্ড বাতিল করা হবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব পর্যালোচনা শেষ করেছে ইসি আজই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো বলেও জানান তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় ৪ নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এটি বর্তমান কমিশনের চতুর্থ কমিশন সভা ছিল।
২৮ এপ্রিল নির্ধারিত সভার আলোচ্যসূচিতে বলা হয়, কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে কোনো রোহিঙ্গা শরণার্থী তালিকায় থাকলে তাদের বাদ দেয়ার জন্য একটি কর্মপন্থা নির্ধারণ করা হবে।
এদিকে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ এপ্রিল রাতে এ–সংক্রান্ত গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এ বিষয় নিয়ে নির্বাচন কমিশনার বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ (ইশরাক হোসেন) নিয়ে সময় মতো আইন মন্ত্রণালয়ের মতামত আমরা পাইনি। আর ১০ দিনের আইনি বাধ্যবাধকতা থাকায় গেজেট প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। এ-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।