Image description

Ali Ahmad Mabrur ( আলী আহমদ মাবরুর)

 
আপনার কোন্ তথ্য কতটুকু সংরক্ষিত? আপনার প্রতিপক্ষ বা শত্রুপক্ষ- এর কতটুকু জানেন, আপনি কি তা নিয়ে অবগত?
 
মোসাদের একটি অভিযানের কথা বাইরে ফাঁস করে নেতানিয়াহু নিজ দেশে সমালোচনার মুখে পড়েছেন। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে লেবাননে হিজবুল্লাহ সদস্যদের কয়েক হাজার পেজার একসাথে বিস্ফোরিত হয়ে বেশ কয়েকজন নিহত হয়, আহত হয় অসংখ্য মানুষ। নেতানিয়াহু জানিয়েছেন, এটি মোসাদের একটি অপারেশন ছিল।
 
তিনি আরো জানান, তাদের প্ল্যান ছিল অক্টোবরে অপারেশনটি করার। কিন্তু যখন তারা জানতে পারলেন যে, তেহরান থেকে হিজবুল্লাহ বিশেষ স্ক্যানার নিয়ে আসছে এই পেজারগুলো পরীক্ষা করার জন্য, তখন তারা প্ল্যানটি তিন সপ্তাহ এগিয়ে আনেন। ফলে স্ক্যানারগুলো লেবাননে প্রবেশের আগেই মোসাদ একযোগে সবগুলো পেজারে বিস্ফোরন ঘটায়। কেননা, এগুলোর ওপর তাদের নিয়ন্ত্রণ ছিল।
 
এর পরের মাসগুলোতে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের সব তথ্যও পেয়ে যায় মোসাদ। সেভাবেই টার্গেট করে হত্যা করা হয় হিজবুল্লাহ নেতাদের। এই সব তথ্যই তিনি একটি প্রোগ্রামে ভাষণ দিতে গিয়ে স্বীকার করেছেন।
 
প্রশ্ন হলো, আমাদের প্রতিপক্ষ কে? ভারত নাকি অন্য কেউ? এই প্রতিপক্ষরা আমাদের ভেতরের কতটুকু তথ্য জানেন, আমরা কি এগুলো নিয়ে অবগত? আদৌ সচেতন? আমাদের কি কেনো প্রস্তুতি আছে?
 
আমাদের ভয় বেশি। কারণ আমরা নিজেরা সবাই অভ্যন্তরীন ক্যাচাল নিয়ে বেশি ব্যস্ত থাকায় আমাদের অধিকাংশ বিষয় স্বাভাবিকভাবেই অরক্ষিত থেকে যায়..