Image description
প্রশ্ন করা বাই ইটসেলফ কোন ক্রাইম না। যে কেউ যে কোন বিষয়ে প্রশ্ন করতে পারেন, এবং ক্ষমতার লোক হলে তাকে প্রশ্ন করা যাবেই।
কিন্তু এটাও মনে রাখতে হবে, প্রশ্ন সব সময় শুধু প্রশ্ন নয়। ইস্যু, কনটেক্সট, ওয়ার্ডিং, প্রশ্নকারীর পরিচয় এবং স্বার্থ ইত্যাদি বিবেচনায় 'প্রশ্ন' অনেক সময় 'প্রশ্ন' এর উর্ধ্বে উঠে 'ডিনায়াল' আকার ধারণ করতে পারে। অর্থাত, অনেক সময় কোন অপরাধ বা অভিযোগ ডিনাই করার জন্য/অপরাধকে হোয়াইট ওয়াশ করে অপরাধীকে দায়মুক্তি দেয়ার জন্য নানান প্রশ্ন তোলা হয়।
আবার ডিনায়াল সব সময় অপরাধ হবে তারও কোনো নিশ্চয়তা নেই। ইস্যু, কনটেক্সট, আইন ইত্যাদির ওপর নির্ভর করে অনেক বিষয়ে 'ডিনায়াল' দণ্ডনীয় অপরাধ হতে পারে। আবার নাও হতে পারে।
যেমন, ইউরোপে হলোকস্ট ডিনায়াল একটা অপরাধ।
সরোয়ার ফারুকী সাহেবের প্রেস কনফারেন্সে কয়েকজন সাংবাদিকের প্রশ্নগুলোর ওয়ার্ডিং, কনটেক্সট, প্রশ্নকারীদের পরিচয়, তাদের পূর্ব ইতিহাস, ইত্যাদি বিশ্লেষণ করলে এসব প্রশ্নের মধ্যে ২৪ এর ম্যাসাকারে হাসিনার ভূমিকাকে ডিনাই করার যথেষ্ট উপাদান আছে বলেই মনে হয়।
এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আইনে এমন ডিনায়াল অপরাধ বিবেচিত কিনা? যদি না হয়ে থাকে তাহলে মোরালি বা সোসালি অপরাধ/অগ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে কিনা?
যদি হয়ে থাকে তাহলে সোসাইটিতে এটা নিয়ে রয়েছেন হবে এবং সেটার কারণে প্রশ্নকারীরা নানান রিপারকাশনের শিকার হবেন। এগুলো আনএভোয়ডেবল।
তবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আইনগতভাবে অপরাধ না এমন কাজের জন্য কারো শাস্তি হওয়া, --মানে চাকরি চলে যাওয়া, মবের শিকার হওয়া-- উচিত না।
বরং এই যে এত বড় হত্যাযজ্ঞকে ডিনাই করার চেষ্টা এটার পেছনের কারণ অনুসন্ধান করলে নানান অপরাধ পাওয়া যাবে। যেমন হতে পারে, বহু বছর ধরে খুনিদের কাছ থেকে নানান অবৈধ আর্থিক সুবিধা নেয়ার মাধ্যমে আজ এই ডিনায়ালের পক্ষে সম্মতি উতপাদনের মতো জঘন্য কাজে তারা নামছে। ওই অবৈধ আয়ের হিসাব নিয়ে টান দিলে অপরাধ বের হবে এবং ডিনায়ালের রাজনীতি বন্ধ করা যাবে।