
স্টিকার ছাড়া কোনও যানবাহন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
একই সঙ্গে পুরনো (আয়তাকার) ও মেয়াদোত্তীর্ণ স্টিকারধারী গাড়ির প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সল হাসান জানান, গত সপ্তাহে এ বিষয়ে একটি নির্দেশনা সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশের জন্য এখন থেকে কেবল বর্তমান ইস্যুকৃত গোলাকার স্টিকারধারী যানবাহনই প্রবেশ করতে পারবে।
যেসব স্টিকারের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো পরিবর্তন করে নতুন স্টিকার সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।