Image description
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সমগ্র ঢাকায় ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থানে গুলি করার হোতা অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশে দেয়।
 
সিটিটিসি ও সাইবার ফরেনসিক বিভাগের প্রধান সাবেক এডিসি ইশতিয়াক কে এর আগে সোমবার রাঙ্গামাটি হতে গ্রেপ্তার করা হয়। আজ ট্রাইব্যুনালে হাজির করার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল তাকে আজ কারাগারে প্রেরণের আদেশ দেয়।
জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্নস্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্নয় করে র‍্যাব, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডারদের কাছে তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাবেক বিচারপতি আবু আহম্মেদ জমাদারের ছেলে সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতন চালাতে সহায়তা করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে।