
সিলেট জেলা সিএনজিচালিত আটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদকে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি মহানগর হাকিম আদালত থেকে জামিন পান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
নানা কারণে আলোচিত-সমালোচিত শ্রমিক নেতা জাকারিয়া আহমদ।
জানা গেছে, জাকারিয়া আহমদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এসএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এ ছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।