Image description

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে এনে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।   

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, “স্বৈরশাসনের সময় অবৈধ আদেশ পালনের কারণে পুলিশ অনেক সময় জনরোষের মুখে পড়েছে।”       

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই ভাবমূর্তি পুনরুদ্ধারে বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

 

এ সময় প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি আবারও তুলে ধরে বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”