Image description
 

ইতোমধ্যে বাংলাদেশে এসেছে মার্কিন ইন্টারনেট জায়ান্ট স্টারলিংক। এবার জানা গেল চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টও বাংলাদেশে কাজ করতে আগ্রহী। গতকাল সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।  বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা মাননীয় প্রধান উপদেষ্টা ড ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।’

তিনি বলেন, ‘আজ আমরা চাইনিজ জায়ান্ট টেন্সেন্টের সাথে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি। ’

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘পাশাপাশি বাংলাদেশে আসছে অসাইরিস (OSIRIS Group)। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রা'র হাত ধরে (কালিয়াকৈর হাইটেক পার্কে)। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সেটাপ, যেখানে আসতে পারে মেটা, গুললের পে-লোড। এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলেছেন প্রফেসর ড মুহাম্মদ ইউনূস।’

টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক হোল্ডিং কোম্পানি। তারা ইন্টারনেট-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে চীনসহ বিশ্বব্যাপী সেবা প্রদান করে।