Image description

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম, খিলগাঁও মাদরাসায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 
এতে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক জানান, এরই মধ্যে মহাসমাবেশের সব প্রস্তুতি নেয়া হয়েছে। সারা দেশ থেকে হাজার হাজার কর্মী সমর্থক সমাবেশে যোগ দেবেন।
 
মামুনুল হক বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা সরাসরি কোরআন-সুন্নাহ বিরোধী। এর মাধ্যমে বাংলাদেশের পারিবারিক ব্যবস্থার ভেতরে পশ্চিমা সংস্কৃতি প্রবেশের ষড়যন্ত্র করা হচ্ছে। এর সঙ্গে যদি বর্তমান সরকারও কোনোভাবে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে হেফাজতে ইসলাম।