Image description

‘বাংলাদেশ গাজায় পরিণত হবে’ কলকাতার বিরোধী দলীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এমন মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে, সৃষ্টি হয়েছে ক্ষোভের। তার এমন আক্রমণাত্মক বক্তব্য বাংলাদেশে কূটনৈতিক ও জনমনে নানা প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে।

সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে বিজেপি নেতা শুভেন্দুর ওই বক্তব্যের বিপরীতে প্রতিক্রিয়া জানিয়েছেন মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ। তিনি বিজেপি নেতা শুভেন্দুর মন্তব্যকে ‘আজেবাজে কথা’ (ননসেন্স) হিসেবে আখ্যা দিয়েছেন।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যের কোনো মূল্য নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ গাজা হয়ে যাবে, এটা আসলে এতোটা সহজ না। আমি সশস্ত্র বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বলতে চাই, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে অন্যতম পেশাদার বাহিনী, তারা এখন অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত।’

এছাড়া, সংখ্যা অনুযায়ী বাংলাদেশের তুলনায় ভারতের সেনাবাহিনী অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু পাকিস্তান বর্ডারে ভারতের লক্ষ লক্ষ সেনা রাখতে হচ্ছে। কাশ্মীরে তিন লক্ষ, চীনের সাথের সীমান্তেও বিশাল সংখ্যক ভারতীয় আর্ম ফোর্সে ডিপ্লয়েড আছে, সেভেন সিস্টারসেও আছে।’

সাধারণত তিনগুণ বেশি সশস্ত্র সৈন্য নিয়ে আক্রমণ করতে হয় বলে জানিয়ে মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ বলেন, ‘বাংলাদেশে আক্রমণ করতে হলে ভারতের অন্তত ৬ থেকে ৮ লক্ষ সৈন্য প্রয়োজন হবে।’

এছাড়া, দেশবাসীকে আশ্বস্ত করতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ড. মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী এটাকে কোনো হুমকি হিসেবে নিচ্ছে না। এসব ননসেন্স কথাবার্তা আমাদের কানে দেওয়ার কোনোই কারণ নাই। শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্যই বিজেপি নেতা এমন মন্তব্য করেছেন।’

সূত্র: https://www.youtube.com/watch?v=-fyrzkQHlPI