
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে কেন জ্বালানি উপদেষ্টার পিএস পদ থেকে সরানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
গত বছরের ১৮ আগস্ট বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ উপদেষ্টা ফাওজুল কবির খানকে জ্বালানি উপদেষ্টার পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে এ পদে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন পর্যন্ত পিএস পদে থাকবেন।
উল্লেখ্য, এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে নিজ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।