Image description

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা ও থানার সামনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এই আদেশ দেন। 

তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক খালেদ মাহমুদ তালুকদার, উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূরে আলম সিদ্দিকী তপন ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন।

মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সদরে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটে।

 
হামলায় আহত উপজেলার ছাড়ারকোনা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান ৯৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো ৫০-৬০ জনকে আসামি করে আমল গ্রহণকারী বিশ্বম্ভরপুর আদালতে একটি মামলা করেছিলেন। এই মামলায় আসামিরা সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মল্লিক মো মইন উদ্দীন আহমদ।