Image description

ক্ষমতার স্বাদ পেলেই সবকিছু নিজেদের করে নিতে চান শাসকরা—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থায় প্রভাব খাটানোর একটি সংস্কৃতি গড়ে উঠেছে, যার শিকার সাধারণ মানুষ। ক্ষমতার স্বাদ পাওয়া মাত্রই শাসকগোষ্ঠী আইনের শাসনের মূলনীতি ভুলে গিয়ে সবকিছু নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে যারা সরকারে এসেছেন, তারা সম্রাটদের মত ক্ষমতার চর্চা করেছেন। এটা কখনোই কাম্য নয়। এখানে বিচারক নিয়োগ দেয়ার যে প্রক্রিয়া উচ্চ আদালতে, আমি মনে করি সেই প্রক্রিয়াটিও সঠিক নয়।’

সূত্র: https://www.facebook.com/share/v/1Bm347mLj7/