Image description

সম্প্রতি এক টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, "আন্দোলনটা করেছে দেশের জনগণ। সবাই নিজের কাজ মনে করে রাস্তায় নেমে এসেছে। এখন ওই সময় যে সামনে ছিল, সে যদি বলে সব আমার, আমি। তার সঙ্গে ঝগড়া করতে কে আসবে? কেউ আসেনি। কিন্তু আসলে যে সে লিডার নয়, এ নয় মাসে সেটা প্রমাণ হয়ে গেছে ভাই, এটা প্রুভড।"

মাসুদ কামাল বলেন, "আন্দোলনটা করেছে দেশের জনগণ। এখন ফ্ল্যাগধারী কে ছিল ওই সময়? সে ক্রেডিটটা নিয়ে নিছে যে আমি সেই লোক। অতএব আমি নিয়োগ করব। সে একজনকে নিয়োগ করছে যে তুমি চিফ এডভাইজার।"

তিনি আরও বলেন, "সে নিয়োগকর্তা হয়ে গেছে এবং এই নিয়োগকর্তা যখন হয়ে গেছে তখন সে পুরো দেশের নিয়োগকর্তা হয়ে গেছে এখন। এরে নিয়োগ করে, তারে নামায়, তারে ফালায়, এটা করে। এটা করতে যেয়ে কি হইছে, এটা করতে সারাদেশে তাদের এখন ইমেজ সংকট শুরু হয়ে গেছে। এটাই রিয়েলিটি।"


তিনি বলেন, "তার প্রমাণ কিন্তু আপনি বসন্ত উৎসবে পেয়ে গেছেন। পারেন নাই কিন্তু, সতস্ফূর্ত জনগণ কিন্তু আসে নাই। তারপরে দেখলাম ১৮ তারিখে দেখলাম উত্তরায় একটা মিছিল হইছে যে, আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলগুলো কেন পুলিশ থামাতে পারছে না তার প্রতিবাদে একটা প্রতি লাঠি মিছিল। লোকসংখ্যা ওই ব্লগারসহ হল নয় জন। অথচ যে এই উত্তরায় তো মানুষ এদের পেছনে জায়গা দেওয়ার জন্য রাজপথে জায়গা ছিল না। জুলাই-আগস্টে আমরা দেখেছি এদের পেছনেই তো।"


মাসুদ কামাল বলেন, "ওই আন্দোলনটা জনগণ মনে করেছিল, এটা আমার কাজ, এটা আমাকেই করতে হবে। আমার সামনে কে আছে, আমার পেছনে কে আছে পাবলিক দেখে নাই। সবাই নিজের কাজ মনে করে রাস্তায় নেমে এসেছে। এখন ওই সময় যে সামনে ছিল, সে যদি বলে সব আমার, আমি। তার সঙ্গে ঝগড়া করতে কে আসবে? কেউ আসেনি। কিন্তু আসলে যে সে লিডার নয়, এ নয় মাসে সেটা প্রমাণ হয়ে গেছে ভাই, এটা প্রুভড।"


তিনি বলেন, "এবং এর মধ্যে কি হইছে, নানা জায়গায় সমন্বয়ক, সমন্বয়ক। এখন দেখেন, অনেক জায়গায় সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তো আমরা কি এটা আশা করেছিলাম?"

সূত্র:https://tinyurl.com/5cpep4zd