Image description
 
মাদারীপুর জেলার শিবচরে কামরুল চোকদার (২২) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে খুন করা হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।
 
বৃহস্পতিবার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজ এলাকার রাস্তার পাশে গর্তের ভিতর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা দাদন চোকদার বলেন, পাওনা টাকা চাওয়ার কারণেই আমার ছেলেকে পরিকল্পিতভাবে ওরা হত্যা করল। বুধবার রাত ১০টার দিকে সিয়াম সরদার নামের এক ছেলেকে দিয়ে ডেকে আমার ছেলেকে বাড়ি থেকে নিয়ে আসে মেহেদী আকন। এরপর তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী গলাকেটে হত্যা করছে।
 
আমার ছেলে কামরুল চোকদার কয়েকদিন আগে ওর বন্ধুর কাছ থেকে আমার চিকিৎসার জন্য হাওলাদ বাবদ ৮০০০০ হাজার টাকা ধার করেন। যে টাকা মেহেদির ব্যাংক অ্যাকাউন্টে আসে কিন্তু টাকা ব্যাংকে আসার পর মেহেদী টাকা দিতে অস্বীকার করে। এ টাকা চাওয়ার কারণেই মেহেদী আকন পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই, আমি মেহেদী আকনের ফাঁসি চাই
কাদিরপুর ইউনিয়নের ২নং ইউপি সদস্য সুরুজ ফকির বলেন, সামান্য কিছু টাকার জন্য এভাবে কেউ কাউকে হত্যা করতে পারে না। আমি এ হত্যার বিচার চাই।
শিবচর থানার ওসি রতন শেখ বলেন, নিহতের পরিবারের দাবি যে তার ছেলেকে পাওনা টাকা চাওয়ার জন্য হত্যা করেছে। তদন্তের পরে জানা যাবে এ হত্যাকাণ্ডের কারণ।