Image description

কাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ বৈঠক করেছেন তাস চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কেএম মজিবুল হক। 

বৃহস্পতিবার উচ্চপর্যায়ের এই মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেগার ভিপি, পিএমআইর ভাইস প্রেসিডেন্ট নেভেনা ভিপি, এলন মাস্কের গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস, দ্য রয়েল হাইনেস কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন, দ্য কমনওয়েলথ সহকারী মহাসচিব অধ্যাপক লুইস জি ফ্রান্সেশি। 

বৈঠকে আধুনিক টেকসই উন্নয়নে উদ্ভাবনীপন্থা অনুসন্ধান, কূটনীতি এবং বিশ্বব্যাপী উন্নয়নের মাধ্যমে সংলাপকে উৎসাহিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। 

দুদিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। এ সম্মেলনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।