Image description

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচারের দ্রুততম সময়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দলটির গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এ দাবি জানান তিনি।

জামায়াত আমির বলেন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষেই বাংলাদেশে নির্বাচন হতে হবে। এরআগে, এদেশে কোনো নির্বাচন জাতি মেনে নেবে না।