Image description

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীর ফলাফল বাতিল চেয়ে ও নিজেকে বিজয়ী ঘোষণার দাবীতে নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের দায়ের করা মামলার আদেশের দিন পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মামলার অধিকতর শুনানি শেষে আদেশ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামি ৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। এদিকে রায় দেয়ার সম্ভাব্যতায় সকাল থেকেই নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় চরমোনাই পীরের অনুসারী ও ইসলামী আন্দোলনের শত শত কর্মী-সমর্থকরা অবস্থান নেয় এবং মিছিলসহ দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। এক পর্যায় তারা আদালত চত্বরের মুল ফটক খুলে ভিতরে প্রবেশ করে রায়ের জন্য বিক্ষোভ করেন।

মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, বৃহস্পতিবার আদেশ না দিয়ে বিজ্ঞ বিচারকব আগামী ৫ মে নতুন দিন নির্ধারণ করেছেন। আমরা আশা করি, আদালত সত্যের পক্ষে রায় দেবেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন গত সিটি নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। মামলায় নৌকা মার্কার বিজয়ী প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।

অপরদিকে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও নির্বাচন বাতিল চেয়ে বুধবার (২৩ এপ্রিল) একটি মামলা দায়ের করেছেন।