
হবিগঞ্জ জেলার দুই কৃষককে আটকের পর ভারতে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রবিবার সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দা করছেন নেটিজেনরা।
ভুক্তভোগীরা হলেন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)।
হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ সোমবার (২১ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উশৃঙ্খল কিছু জনতা বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়।
বিএসএফের অভিযোগ, বাংলাদেশি নাগরিকরা মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এ জন্য তাদের আটক করা হয়।
সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি সদস্যদের কাছে রবিবার বিকেল পৌনে ৬টার দিকে আটক বাংলাদেশি তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়াকে (৫৪) হস্তান্তর করেন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে।
মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশে অভিযোগে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।