
রাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থীদের বিরুদ্ধে।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে রাজধানী বনানী স্টার টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. মওদুদ বলেন, প্রাথমিকভাবে স্কলার্স ও প্রাইমএশিয়া নামে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। আমরা তদন্ত করছি।
এই বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সিঙাড়া খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জেরে এ ঘটনার সৃষ্টি হয়।
ওসি আরও জানান, বিষয়টি নিয়ে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে জেরা শুরু করেন। একপর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জাহিদের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, বর্তমানে জাহিদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।