
রাজশাহীর তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা বাসচালক আকরাম হোসেনকে (৫২) হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নওগাঁ সদর উপজেলার রামরায়পুর আরারাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নান্টু (২৮) ও মো. খোকন মিয়া (২৮)। জানা গেছে, গত ১৬ এপ্রিল রাতে আকরাম হোসেন তার ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন। এর আগে বিকেলে তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী নান্টু ও তার সহযোগীরা উত্যক্ত ও গালাগাল করেন। মেয়ের কাছ থেকে বিষয়টি জানার পর আকরাম প্রতিবাদ জানাতে নান্টুর বাবার কাছে যান।
রাতে আকরামের ছেলে ইমাম হোসেন (২৪) বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। তার চিৎকারে আকরাম ছুটে গেলে হামলাকারীরা তাকেও ইট, লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করেন। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান অনেকে। এলাকাবাসী ও স্বজনরা মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেন। দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা। এ ঘটনায় ১৭ এপ্রিল বোয়ালিয়া মডেল থানায় নান্টু, খোকনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।