Image description

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি লাইন-১) ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী সড়কে প্রায় ২৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) উপ প্রকল্প পরিচালক নাজমুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে। যে কারণে বিকল্প হিসেবে রেডিসন হোটেলের সামনে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।