
বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশিদের নিয়োগ দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ মোট ১৫ জন বিদেশি এবং দুজন স্থানীয়কে গ্রেফতার করেছে।
অভিযান পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, বুধবার রাত ৯টায় কুয়ালালামপুরের ব্রিকফিল্ড এলাকায় শুরু হওয়া এ অভিযানে মোট ৪৭ জনকে তল্লাশি করা হয়। তাদের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়; যার মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন পাকিস্তানি রয়েছেন। গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে একজনকে বিদেশি কর্মীদের নিয়োগকর্তা বলে মনে করা হচ্ছে।
সৌপি বলেন, অভিযানের সময়, জড়িত বিদেশি নাগরিকরা কর্তৃপক্ষের হাত থেকে বাঁচতে নিজেদের গ্রাহক সেজে প্রাঙ্গণে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইমিগ্রেশন তাদের কার্যকলাপ সফলভাবে শনাক্ত করে।
ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, যে ভবনগুলোতে অভিযান চালানো হয়েছে, তার একটি ভবনের পেছনে ডরমিটরির মতো সুযোগ-সুবিধা ছিল, যা বিদেশি কর্মীদের থাকার জন্য ব্যবহৃত হতো। গ্রেফতারকৃত বেশিরভাগ বিদেশি কর্মীর পারমিট উন্নয়ন খাতে কাজ করার জন্য, কিন্তু নিয়োগকর্তারা তাদের ক্যাশিয়ার, কসাই, রাঁধুনি এবং অন্যদের জন্য প্রতিদিন ৫০ থেকে ১০০ রিঙ্গিতের মধ্যে নিয়োগ করেছেন।