Image description

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কোটি ডলারের ফেডারেল তহবিল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের কয়েকটি দাবির তালিকা প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, হার্ভার্ডের আজকের বিবৃতি আমাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর অধিকার নিয়ে প্রচলিত উদ্বিগ্ন মানসিকতাকেই ফের সামনে এনেছে।’ এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউস হার্ভার্ডের কাছে একগুচ্ছ দাবিসংবলিত একটি তালিকা পাঠায়।

সেখানে বলা হয়, ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটা তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশাসন, নিয়োগ ও ভর্তি পদ্ধতিতে পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলো ছিল। তবে এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড কর্তৃপক্ষ গত সোমবার বলেছে, হোয়াইট হাউস তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপ প্রত্যাখ্যান করল। হোয়াইট হাউস যে ব্যাপক পরিবর্তনের দাবি জানিয়েছিল, তাতে হার্ভার্ডের কার্যক্রম বদলে যেত এবং সরকারের বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হতো।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, গাজা যুদ্ধ ও ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে গত বছর যখন যুক্তরাষ্ট্রজুড়ে ক্যাম্পাসগুলো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে, তখন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

হার্ভার্ড কমিউনিটির কাছে লেখা এক চিঠিতে এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেন, হোয়াইট হাউস গত শুক্রবার একটি হালনাগাদ ও সম্প্রসারিত দাবির তালিকা পাঠিয়েছে এবং সরকারের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রাখতে হলে বিশ্ববিদ্যালয়কে অবশ্যই সেসব দাবি মানতে হবে বলে সতর্ক করেছে।

তিনি লেখেন, আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি, আমরা তাদের প্রস্তাব গ্রহণ করব না। বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা বিসর্জন দেবে না বা সাংবিধানিক অধিকার ত্যাগ করবে না।

গার্বার বলেন, ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বাধ্যবাধকতা বিশ্ববিদ্যালয় হালকাভাবে নেয়নি, তবে সরকার বাড়াবাড়ি করছে। যদিও সরকার বর্ণিত কিছু দাবিতে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের কথা রয়েছে, তবে বেশির ভাগই হার্ভার্ডের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের ওপর সরাসরি সরকারি নিয়ন্ত্রণের প্রতিনিধিত্ব করে।

তাঁর চিঠি পাঠানোর পরপরই শিক্ষা বিভাগ জানায়, তারা হার্ভার্ডের ২২০ কোটি ডলারের অনুদান এবং ছয় কোটি ডলারের চুক্তি স্থগিত করছে। এতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ক্যাম্পাসগুলোতে শিক্ষার যে ব্যাঘাত ঘটেছে তা অগ্রহণযোগ্য।

হোয়াইট হাউসের চিঠিতে গত দুই বছরে ক্যাম্পাসে বিক্ষোভের সময় বিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছিল। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি নীতি ও কর্মসূচির অবসানও দাবি করা হয়।

এর আগে হোয়াইট হাউস কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ৪০ কোটি ডলারের ফেডারেল তহবিল প্রত্যাহার করেছিল। ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই ও ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ আনা হয়েছিল। সূত্র : বিবিসি