Image description

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে তাকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করছে।

ড. আসিফ নজরুল

 

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ নজরুল।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, মাগুরার এ মামলায় চার্জশিট প্রস্তুত হয়েছে। আছিয়ার ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্ব দিয়ে তদারকি করা হয়েছে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। আশা করছি ৯০ দিনের মধ্যে এ মামলার বিচার নিষ্পত্তি হবে।

তিনি বলেন, ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করেছে সরকার।