
‘পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না! আপনি এই মুহূর্তে দেখার হাওরে আসেন’—ঘটনাস্থলে না পেয়ে এভাবেই এলজিইডির এক নির্বাহী প্রকৌশলীকে কথাগুলো বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দেখার হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জে কৃষকদের সঙ্গে হাওরের ধান কাটায় অংশ নেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ধান কাটা শেষে উপদেষ্টা কৃষকদের কাছে সমস্যা কথা জানতে চান। তখন কৃষকরা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের র্যাবার ড্যাম্পের সমস্যার কথা তুলে ধরেন।
তখন উপদেষ্টা সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে খোঁজ করেন। তবে তিনি সেখানে উপস্থিত না থাকায় থাকে সরাসরি কল দেন উপদেষ্টা। ফোনে কৃষি উপদেষ্টা ওই নির্বাহী প্রকৌশলীকে বলেন, ‘আপনি কোথায় ঘুমাচ্ছেন? আপনি জানেন না আজকে আমরা হাওরে আসব?’
ফোনের ওপ্রান্ত থেকে নির্বাহী প্রকৌশলী উত্তর দেওয়ার পর তিনি বলেন, ‘ওহ, আপনি খোঁজ রাখেননি? গজারিয়ায় র্যাবার ড্যামের কাজ শেষ হতে কতদিন লাগবে? সাতদিনের ভিতরে কাজ শেষ না হলে আপনাকে রিপিয়ারিং করে দেবো।’
এসময় উপদেষ্টা আরও বলেন, ‘পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না! আপনি এই মুহূর্তে দেখার হাওরে আসেন।’
পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, ‘কৃষকরা অহেতুক আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এই র্যাবার ড্যামের কাজ শেষ।’