Image description
 

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী দেশ টিভির একটি টকশোতে বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল একটি বিষয়ে একমত—শেখ হাসিনার সরকার একটি ‘ফ্যাসিস্ট প্রশাসন’ গড়ে তুলেছে এবং দীর্ঘ ১৬ বছর ধরে তারা প্রশাসনের বিভিন্ন স্তরে নিজেদের অনুগত লোক বসিয়েছে।

তিনি বলেন, “এমনকি বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন প্রশাসনে যাদের বসানো হয়েছিল, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে তাদের পিছনে সরিয়ে নিজেদের লোককে সামনে এনেছে। বর্তমানে পুরো প্রশাসন এই শেখ হাসিনার সরকারের অনুকূলে কাজ করছে—এটা শুধু বিএনপি নয়, প্রায় সব দলই বলে।”

সাবেক আইজিপি বেনজীর আহমেদের উদ্ধৃতি দিয়ে রাজ্জাকী বলেন, “তিনি নিজেই বলেছেন, পুলিশের ৯০ ভাগ সদস্য এখনো আওয়ামী লীগপন্থী। অথচ নির্বাচন কমিশনের নিজস্ব কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই। নির্বাচনের সময় তারা মূলত এই প্রশাসনের ওপরই নির্ভর করে।”

 

এই পরিস্থিতিতে তিনি প্রশ্ন তোলেন, “যদি ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের অধীনে একটি ইনক্লুসিভ (সব দলকে নিয়ে) নির্বাচন হয়, তাহলে সেই প্রশাসন আসলে কাকে ফেভার করবে?”

 

তিনি আরও বলেন, “বিএনপির মতো একটি বড় দল যদি বলে প্রশাসন পুরোপুরি ফ্যাসিবাদী এবং সেখানে কোনো পরিবর্তন আনা যাচ্ছে না, তাহলে সেই একই প্রশাসনের অধীনে তারা নির্বাচনে অংশ নেওয়ার আস্থা কোথা থেকে পাচ্ছে—এই প্রশ্ন ওঠে।”