Image description

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 
খলিলুর রহমান বলেন, ‘গঙ্গা পানিবণ্টন চুক্তি আগামী বছর শেষ হচ্ছে। এ বিষয়ে আলোচনা চলছে। আশা করি ভারতের কাছে সহযোগিতা পাব। তিস্তা অববাহিকার বিষয়েও সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। 
মোদি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক দুদেশের মধ্যেই কোনো দলের সঙ্গে নয়।’
 
মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে জুলাই আন্দোলনে গণহত্যা মামলায় বিচারের জন্য পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে উচ্চ প্রতিনিধি বলেন, ‘পালিয়ে থেকে বাংলাদেশ সরকারের বিষয়ে বিষদগার বা ষড়যন্ত্র যেন না করেন এই বিষয়েও ভারতকে বলা হয়েছে।’
 
ফিলিস্তিনে হত্যার প্রতিবাদে গত সোমবার দেশে হওয়া বিক্ষোভ মিছিলের সময় ভাঙচুর ও লুটপাটের বিষয়ে তিনি বলেন, ‘ভালো কাজগুলোকে বিনষ্ট করতে প্রায়ই এমন ষড়যন্ত্র হচ্ছে। রোহিঙ্গা নিয়ে আলোচনা নাই, গাজা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে ভাঙচুর ও লুটপাট হচ্ছে।’
 
বাইরের সমস্যা মোকাবিলার আগে ঘরের সমস্যা মানে রহিঙ্গা সংকট মোকাবিলা নিয়ে দাঁড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন খলিলুর রহমান।
 
তিনি বলেন, ‘মিয়ানমারে উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। মোট ছয় কিস্তিতে ৮ লাখ রোহিঙ্গাকে নেয়ার বিষয়ে একটা বড় অগ্রগতি হয়েছে। প্রথমে ১ লাখ ৮০ হাজারকে ফিরিয়ে নিতে চেয়েছে দেশটি। আর ৭০ হাজারের বিষয়ে রিভিউ চলমান। বাকি ৫ লাখ  ৫০ হাজারের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।’
 
প্রত্যাবাসনের কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো হবে জানিয়ে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের সঙ্গে আরাকান আর্মির শান্তি শৃঙ্খলা ওতপ্রোতভাবে জড়িত। তাই তাদের ফেরাতে আরাকান আর্মির সঙ্গে আলোচনা চলছে। তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায়। জাতিসংঘের মধ্যস্থতায় বাংলাদেশ-আরাকান আর্মি এক টেবিলে আলোচনা হবে। দ্রুত সময়ে ফেরানোর ব্যবস্থা হবে।’
 
ড. মুহাম্মদ ইউনূস আগামী দুবছরে চেয়ারম্যান হিসেবে বিমসটেককে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে জানিয়েছেন খলিলুর রহমান।
 
তিনি বেলন, ‘বড় আউটকাম বিমসটেকের চেয়ারম্যান হয়েছেন ড. ইউনূস। বিমসটেককে গতিশীল সংস্থা হিসেবে এগিয়ে নিতে চান তিনি। একটি চুক্তি হয়েছে। এর মাধ্যমে বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে সমুদ্রপথের পণ্য পরিবহন সম্প্রসারিত হতে।’