Image description
ব্যাংকক, থাইল্যান্ড, এপ্রিল ৫, ২০২৫: — সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, প্রধানমন্ত্রী এবং মিয়ানমার প্রজাতন্ত্রের রাজ্য প্রশাসন পরিষদের চেয়ারম্যান, শুক্রবার ষষ্ঠ বিমসটেক সামিটের পাশাপাশি পরবর্তী হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আহ্বান করেন থাইল্যান্ডের ব্যাংকক।
অধ্যাপক ইউনূস ২৮ মার্চ ভূমিকম্পে মর্মান্তিক প্রাণহানি মায়ানমারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন। দুর্যোগ মোকাবেলায় মিয়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল মোতায়েনসহ বাংলাদেশের দেয়া মানবিক সহায়তা নিয়ে তারা আলোচনা করেন।
"আমরা আরো মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। আমাদের জাহাজ প্রস্তুত," প্রফেসর ইউনূস বলেন।
বিমসটেকের সভাপতিত্ব করায় অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানালেন মিয়ানমারের প্রধানমন্ত্রী তিনি আশা করেন আঞ্চলিক গ্রুপিং বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে নতুন গতিশীলতা দেখবে।