Image description

সাম্প্রতিক সময়ের জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দিন এআওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করতে গিয়ে  মন্তব্য করেন। তিনি বলেন, "আওয়ামী লীগের কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না।"  

খালেদ মুহিউদ্দিন তার আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ধৃতি টেনে বলেন, "শেখ হাসিনা বলেছেন, আমার পিওনও ৪০০ কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু পিওনের কি এত টাকা নেওয়ার এক্সিকিউটিভ ক্ষমতা আছে? পিওন টাকা নিয়েছে, কারণ যারা তাকে টাকা দিয়েছে, তাদের কাজ হয়েছে। এই ৪০০ কোটি টাকা আসলে আপনাদের (জনগণের) কাছ থেকে নেওয়া।"  

 

তিনি আরও যোগ করেন, "পিওন যদি ৪০০ কোটি টাকা নিতে পারে, তাহলে তার ঊর্ধ্বতনরা নিশ্চয়ই ৮০০ কোটি টাকা নিয়েছে। এভাবেই দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করা হচ্ছে।"  

 


খালেদ মুহিউদ্দিনের মতে, আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিয়ে বিদেশে আরামে জীবনযাপন করছেন। তিনি বলেন, "আমরা দেখছি, আওয়ামী লীগের অনেক লোক ভারত, মালয়েশিয়া বা ইউরোপে পালিয়ে আছে, কিন্তু তারা কোনো কষ্টে নেই। কারণ তাদের কাছে টাকা আছে। অন্যদিকে, যারা আওয়ামী লীগ করত, যাদের নৌকা মার্কা ভালো লাগত, যারা বঙ্গবন্ধুকে মনে প্রাণে বিশ্বাস করত, তারাই এখন কষ্টে আছে।"  

 

তিনি প্রশ্ন তোলেন, "এই কষ্ট থেকে তারা কীভাবে বের হবে? কারণ দুর্নীতির কারণে নেতারা শান্তিতে আছেন, কিন্তু সাধারণ কর্মী ও সমর্থকরা বিপাকে পড়েছেন।"