Image description
 

রাজধানীর শাহবাগের ফুল মার্কেটে লাাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার রাত ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিভে যায়। 

ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এর আগে রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে। 

 
 

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান সমকালকে জানান, খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে করে। রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

 

ঢাকা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সাগর বলেন, মার্কেটের পাশে বেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন ফুল মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে আটটি ফুলের দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।