
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, পরিকল্পনা করে জীবন কাটাইনি, হুজুগেই চলেছে আমার জীবন। বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এক সময় পুলিশ হতে চাইতাম, আমার খুব ধারণা ছিল পুলিশের বন্দুক দিয়ে সে ইচ্ছামত গুলি করতে পারে। মানে যার সাথে ঝগড়া হবে তাকে গুলি করা যাবে। তারপরে ডাক্তার হতে চেয়েছি, এগুলো আসলে আমাদের সমাজ মাথায় ঢুকিয়ে দেয়।
তিনি আরো বলেন, আমার জীবন আমি কখনো পরিকল্পনা করে কাটাইনি। একটা হুজুগে জীবনযাপন করেছি সত্যি বলতে। যা ইচ্ছা হয়েছে তাই করেছি, কিছুদিন রাজনীতিও করেছি। মেডিকেলে পড়েছি, ডাক্তার হয়েছি। তবে আমি কখনো ছাত্র রাজনীতি করি নাই। এখন যেটা করছি তারও পরিকল্পনা ছিল না কোন।