
জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের লিস্ট করা হয়নি কেন? তাঁদের নামগুলি কি আমাদের ইতিহাসে উল্লেখ থাকা উচিত ছিলনা? তা না করে একটা আজগুবি ৩০ লক্ষের বয়ান দিয়ে যারা শহীদ হয়েছেন তাদের অপমান করা হচ্ছে।
৩০ হাজার হত্যা হলেও সেটা গনহত্যাই। বাড়িয়ে একটা অবিশ্বাস্য সংখ্যা প্রচার করে এটাকে বিতর্কিত করার কি প্রয়োজন ছিল? ইসরাইল গত ১৮ মাস গাজার মত ঘনবসতি এলাকায় দিনরাত বোমা মেরে সম্পূর্ণ এলাকা একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারপরও শহীদের সংখ্যা ১ লক্ষেরও কম। সরকারের কাছে অনুরোধ করছি এখনো সময় আছে সত্যিকারের শহীদের নামের তালিকা করে তাদের যথাযথ সম্মান দেয়ার ব্যবস্থা করুন।