Image description

নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদ ডা. সজীব সরকারের পরিবারের সদস্যদের মনে ঈদের আনন্দ নেই। তার শোকে স্মৃতিতে ডুবে আছেন পরিবারের সদস্যরা। সজীববিহীন ঈদের আনন্দ যেন শূন্য হয়ে গেছে তাদের জীবনে। এমন শূন্যতার দৃশ্য নরসিংদীর তরোয়া এলাকায় ডা. সজীব সরকারের ভাড়া বাড়িতে।

নরসিংদী শহরের তরোয়া এলাকার বাসিন্দা মো. হালিম সরকারের ছেলে ডা. সজীব সরকার। ডা. সজীব সরকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র লেকচারার হিসেবে কমর্রত ছিলেন। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন সজীব। গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে ছোট ভাইকে আনতে গিয়ে ঢাকার উত্তরার আজমপুরে গুলিতে নিহত হন তিনি।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে গেছে পরিবার। ঈদের দিনেও তাদের পরিবারে নেই কোনো আনন্দ। সজীবের মা শয্যাশায়ী। অক্সিজেন ছাড়া একমুহূর্তও চলতে পারেন না।
সবসময় নাকে লাগানো অক্সিজেনের মাধ্যমে শ্বাস নিতে হয়। বিছানায় শুয়ে শুয়েই ছেলের জন্য বিলাপ করতে থাকেন তিনি। মোবাইলের স্কিনে ছেলের ছবির দিকে একপলকে চেয়ে থাকেন। আর আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করতে থাকেন।

 

শহীদ ডা. সজীব সরকারের বোন সুমাইয়া সরকার বলেন, ভাইয়া পরিবারের প্রাণ ছিলেন।

তিনি পরিবারটাকে আগলে রাখতেন। প্রতি রমজানে আমরা পরিবারের সবাই একসঙ্গে ইফতার করতাম। তিনি পিঠা, পায়েস খেতে পছন্দ করতেন। প্রতি ঈদেই তিনি নামাজ পড়ে এসে সেমাই, পিঠা খেতেন। নামাজে যাওয়ার আগে আমাকে ঘুম থেকে ডেকে খাবার তৈরি করতে বলতেন। আজ ভাই নেই, আমাকে কেউ ঘুম থেকে ডাকেনি। বাড়িতে কোনো ঈদের আয়োজন নেই। পুরো বাড়িতে এখন শূন্যতা ও নীরবতা বিরাজ করছে।

সজীব সরকারের মা ঝর্ণা বেগম বিলাপ করতে করতে বলেন, সজীব প্রতি ঈদে বাড়ির সবার জন্য কেনাকাটা করত। সবচেয়ে বেশি সে আমার জন্য কাপড় কিনে আনত। আমার পরিবারের সে একমাত্র সম্বল ছিল। তাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানিয়েছি। সেও আমার সেবা করত। আমার ছেলে এখন আমার কাছে নাই। আমি কান্নাকাটি করি না, আল্লাহর কাছে দোয়া করি ছেলেকে যেন ভালো রাখেন।

সজীবের এই আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও স্মরণ রাখার জন্য হাসপাতাল বা স্বাস্থ্যসেবার কোনো প্রতিষ্ঠানের নামকরণ ডা. সজীব সরকারের নামে করার জন্য সরকারের কাছে দাবি করেন তিনি।