
নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদ ডা. সজীব সরকারের পরিবারের সদস্যদের মনে ঈদের আনন্দ নেই। তার শোকে স্মৃতিতে ডুবে আছেন পরিবারের সদস্যরা। সজীববিহীন ঈদের আনন্দ যেন শূন্য হয়ে গেছে তাদের জীবনে। এমন শূন্যতার দৃশ্য নরসিংদীর তরোয়া এলাকায় ডা. সজীব সরকারের ভাড়া বাড়িতে।
নরসিংদী শহরের তরোয়া এলাকার বাসিন্দা মো. হালিম সরকারের ছেলে ডা. সজীব সরকার। ডা. সজীব সরকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র লেকচারার হিসেবে কমর্রত ছিলেন। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন সজীব। গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে ছোট ভাইকে আনতে গিয়ে ঢাকার উত্তরার আজমপুরে গুলিতে নিহত হন তিনি।
শহীদ ডা. সজীব সরকারের বোন সুমাইয়া সরকার বলেন, ভাইয়া পরিবারের প্রাণ ছিলেন।
সজীব সরকারের মা ঝর্ণা বেগম বিলাপ করতে করতে বলেন, সজীব প্রতি ঈদে বাড়ির সবার জন্য কেনাকাটা করত। সবচেয়ে বেশি সে আমার জন্য কাপড় কিনে আনত। আমার পরিবারের সে একমাত্র সম্বল ছিল। তাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানিয়েছি। সেও আমার সেবা করত। আমার ছেলে এখন আমার কাছে নাই। আমি কান্নাকাটি করি না, আল্লাহর কাছে দোয়া করি ছেলেকে যেন ভালো রাখেন।
সজীবের এই আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও স্মরণ রাখার জন্য হাসপাতাল বা স্বাস্থ্যসেবার কোনো প্রতিষ্ঠানের নামকরণ ডা. সজীব সরকারের নামে করার জন্য সরকারের কাছে দাবি করেন তিনি।