
ভারতের সাথে বাংলাদেশের তিক্ত সম্পর্ক, তাদের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে প্রচার করা গুজবের সমালোচনা করেছেন অধ্যাপক এম শহীদুজ্জামান। তিনি এ সময় ভারতকে বাংলাদেশের শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রচারিত টক-শোতে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘তিনটি ইলেকশনে তারা বাংলাদেশের জাতিসত্তাকে একেবারে বিলুপ্ত করে দিয়েছে। তারা আবার কিসের সরকার গড়বে? ভারত আমাদের একটা চিহ্নিত শত্রু দেশ। মারাত্মক শত্রু দেশ। তারা কখনো বাংলাদেশের অস্তিত্বকে মেনেই নেয় নাই। যখন পার্টিশন হলো তখনই নেহরু বলেছিল পূর্ববাংলা বা বাংলাদেশ একদিন পঁচে যেয়ে ভারতের কোলে এসে পরবে। কিছুদিন আগেও ভারত মোদি সরকারকে বলেছে যে বাংলাদেশকে আবার ভারতের আওতায় নিয়ে আসা হবে। সেইজন্যই তারা এসব সরকার বানানো, প্রবাসী সরকারের প্ল্যান করছে। আসলে এগুলো কিছুই হবে না।’
শহীদুজ্জামান আরও বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী দলের গুরু এখনও দেশের শীর্ষে বসে আছে। একে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। একজন যোগ্য মানুষকে যখন এখানে এনে বসাবেন তখনই সংকট নিরসন হবে। এই যে সরকারের কথা হচ্ছে এগুলো হয়তো তারই ইশারায় হচ্ছে। সুতরাং এই লোককে যদি সরানো হয় তাহলে আমরা সংকট থেকে নিষ্কৃতি পাবো।’