Image description
 

বাঁচানো গেল না চট্টগ্রামের বাঁশখালীতে জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যে ঝিরির কাদায় আটকে পড়ে আহত হওয়া হাতিটিকে। গত ৫ মার্চ কাদা থেকে উদ্ধারের পর দীর্ঘ ২৩ দিন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেয়ার পরও শুক্রবার (২৮ মার্চ) সকালে মারা যায় হাতিটি।

চট্টগ্রাম দ‌ক্ষিণ বনবিভাগের জলদী অভয়ারণ‌্য রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও চাস্বল বন‌বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, পুঁইছ‌ড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক পাহাড়ে কাদায় আটকে পড়া হা‌তি‌টি‌কে উদ্ধার করে ডুলহাজরা সাফা‌রি পা‌র্কের সা‌র্জেন ডা. জুলকার নাইনের তত্ত্বাবধায়নে চি‌কিৎসা দেওয়া হলেও শুক্রবার সকালে হা‌তি‌টি মারা যায়।

তি‌নি আরও‌ ব‌লেন, আগামীকাল হা‌তি‌টি দাফন হবে। হাতিটির বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হ‌তে পা‌রে। পুষ্টিহীনতার কার‌ণে হাতিটি কাদায় আটকে যায়। কিছু‌দিন আগে চাম্বল পাহা‌ড়ি এলাকায় হাতিটি কাদায় আটকে যায়।