
আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ফারহানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি শহিদ ফারহানের বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহিদ ফারহানের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও কামাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতারা।
এর আগে সোমবার (৩১ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে অংশ নেন জামায়াত আমির।
নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকে বলেন, আমরা শহিদের আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। তাহলে এই শহিদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।
এর আগে রোববার রাতেও তিনি বেশ কয়েকটি শহীদ পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় যান।