Image description

লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমানের (বাচ্চু) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার মাহফুজ আলমের নিজ গ্রাম রামগঞ্জ উপজেলার নারায়ণপুর মোল্লাবাড়িতে এ হামলা হয় বলে অভিযোগ করেছে মাহফুজ আলমের পরিবার।

মাহফুজ আলমের পরিবারের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী শুক্কুর আলীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলায় আজিজুর রহমান হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইটের আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ সময় তাঁর একজন আত্মীয়ও আহত হয়েছেন। আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

এ ঘটনার প্রতিবাদে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা সহসভাপতি মেহেদী হাসান (মঞ্জু) রোববার এলাকায় এলে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের দুটি পক্ষ সন্ধ্যার দিকে তাঁকে ধরতে যায়। একপর্যায় বিএনপির নেতা–কর্মীরা ছাত্রলীগ নেতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে বাদানুবাদ, হাতাহাতি শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল-স্বেচ্ছাসবেক দলের নেতা–কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষের জড়ান। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের দুই পক্ষ সংঘর্ষ থামাতে গেলে তখন গ্রামবাসীর সঙ্গেও সংঘর্ষে জড়ান। তখন আজিজুর রহমান এ ত্রিমুখী সংঘর্ষ থামাতে গেলে তাঁর ওপর হামলা করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা।

ঘটনার পর থেকে স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী শুক্কুর আলী গা ঢাকা দিয়েছেন। তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান বাহার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাহফুজের বাবা আজিজুর রহমান দলের নিবেদিত একজন নেতা। তাঁর ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। ঘটনাটি খতিয়ে দেখতে আজ সোমবার বিকেলে তিনিসহ বিএনপির একটি দল ওই ইউনিয়নের ঘটনহাস্থল পরিদর্শনে যাবেন। ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দলের কেউ ঘটনার সঙ্গে জড়িত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার রোববার রাতে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতাকে আটক করাকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে তর্ক–বিতর্ক হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তখন আজিজুর রহমান উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাঁকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাঁকে হাসপাতাল নিয়ে চিকিৎসা করানো হয়। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছাত্রলীগ নেতা বাড়ি থেকে পালিয়ে যান।