Image description
 

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে আলোচিত অ্যাক্টিভিস্ট সৈয়দ আবদুল্লাহ আদালতের নির্দেশে ইশরাক হোসেনের মেয়র পদ ফিরে পাওয়ার পর  হিরো আলমের সংসদ সদস্য (এমপি) পদ ফিরে পাওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক লেখালেখি হয়েছে, তবে অনেকেই বিষয়টির আইনি ও বাস্তব দিক না বুঝেই আলোচনা করছেন।


সৈয়দ আবদুল্লাহ বলেন, "আমি ফেসবুকে এই বিষয় নিয়ে অনেক লেখালেখি দেখেছি। তখনই বুঝেছিলাম, ঘটনা ঘটছে। আমরা অনেক কিছু লেখার পর সেগুলোকে ‘মাস ক্রিয়েশন’ করে ফেলি।"

তিনি আরও উল্লেখ করেন, "যেই স্ট্যাটাসের রেফারেন্স দেওয়া হয়েছে, যিনি লিখেছেন, তিনি যদি একটু খোঁজখবর নেন, তাহলে বুঝতে পারবেন যে, হিরো আলম যে জাতীয় সংসদ নির্বাচন করেছেন, তা সিটি কর্পোরেশন নির্বাচনের মত নয়।"

 


সৈয়দ আবদুল্লাহর মতে, অনেকেই হিরো আলমের বক্তব্যকে সংসদীয় নির্বাচন ও এমপি হওয়ার প্রক্রিয়ার সঙ্গে গুলিয়ে ফেলছেন। তিনি বলেন, "এই বাস্তবতায়, যারা হিরো আলম কী বললেন সেটাকে এই নির্বাচনের সাথে লিঙ্ক করছেন, আমার দৃঢ় বিশ্বাস, তারা আইনটি ঠিকমতো জানেন না। শুধু একটু সার্চ করলেই এটা পরিষ্কার হয়ে যাবে।"