
কিছুদিন আগেই ওমরাহ করে এসেছেন চিত্রনায়িকা বর্ষা। গত সপ্তাহে এই চিত্রনায়িকা জানিয়েছিলেন, তার সন্তানেরা বড় হচ্ছে, এই অজুহাতে তিনি সিনেমা ছাড়তে চান। তার হাতে থাকা ৩টি সিনেমার কাজ শেষে আর নতুন কোনো সিনেমায় কাজ করবেন না। এই চিত্রনায়িকার মতে, তার সন্তানেরা এখন বড় হচ্ছে। বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে, এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দেন তিনি। বর্ষার এমন মন্তব্যের সমালোচনা করেছেন চিত্রনায়িকা পরীমণি।
বুধবার (২৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে বর্ষার এমন মন্তব্যের সরাসরি না বলে ইঙ্গিতে সমালোচনা করেছেন পরীমণি।
স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, “আপনি খুবই বাস্তববাদী! আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকে থাকা ৩টা সিনেমা শেষ হওয়ার পরই সিনেমা থেকে সরে যেতে চাইছেন! যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে চলচ্চিত্র থেকে চলে যেতে চান, তো এই মুহূর্তেই ছেড়ে দেন।”
স্ট্যাটাসে নাম উল্লেখ না করলেও বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে উত্তর দেওয়ায় ভক্তদের বুঝতে আর কষ্ট হয়নি।
স্ট্যাটাসের শুরুতেই পরীমণি লিখেন, “জি ছোট্ট আপা, একদম ঠিক! সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে পর্দায় হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই। কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন, সেটা আজীবনই রয়ে যাবে।”
বর্ষাকে কটাক্ষ করে পরী আরও লেখেন, “এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন, আপনার বাচ্চাদের কারও দশ বছর হয়ে যাবে কারও সাত বছর হয়ে যাবে। কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা! কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন, সেটা একবার ভাবেন।”
বর্ষার উদ্দেশে পরীমণি আরও লিখেছেন, “আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে, কোনো দিন আপনি একজন নায়িকা ছিলেন? কোনো এক দিন নাচাগানা করেছেন?”
উল্লেখ্য, ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। স্বামী অনন্ত জলিলের প্রযোজিত সিনেমা ছাড়া অন্য কারও সিনেমায় অভিনয় করেন না তিনি।