
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্যানেল। ভারতে সংখ্যালঘুরা উপেক্ষিত আচরণের সম্মুখীন হচ্ছে এবং শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়।
মঙ্গলবার প্যানেলের বার্ষিক প্রতিবেদনে ‘র’-কে ভারতের বাইরে খারাপ উদ্দেশ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়। এ প্রেক্ষাপটে প্যানেলের পক্ষ থেকে মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আজ বুধবার (২৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এমনটাই বলা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে এশিয়া এবং অন্যান্য স্থানে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে লড়াই করার একটি উপায় হিসেবে দেখে আসছে। তাই ভারতে মানবাধিকার বিষয়গুলোকে উপেক্ষা করেছে। মার্কিন সরকার ভারতের গবেষণা ও বিশ্লেষণ শাখার (র) গুপ্তচরবৃত্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এমন সম্ভাবনা কম, কারণ প্যানেলের সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক নয়।
২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের দমাতে ভারত নানা ধরনের গোপন কার্যক্রম চালাচ্ছে। এ ধরনের কাজ মার্কিন-ভারত সম্পর্কের ভাঙনের সূত্রপাত হিসেবে দেখা দেয়। ওয়াশিংটন সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে আমেরিকায় একটি ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে। ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে।