
তাসনিম জারা এবং সারজিস আলম পরষ্পর চিঠি বিনিময় করেছেন ফেসবুক স্ট্যাটাসের ছলে। আমি আগের স্ট্যাটাসে বলেছি এটা দারুণ একটা সেলফ প্রমোশন, এইটা আমরা সাদা চোখে হয়তো ধরতে পারিনা, কিন্তু এটাই সত্য! বিষয়টা একটু বুঝিয়ে বলি। আমরা সাধারণত এনালাইসিস করতে গেলে স্ট্র্যাটেজিটা এনালাইসিস করি। কিন্তু ইম্প্যাক্টটা অনেক ক্ষেত্রেই খেয়াল করিনা। তাসনিম আর সারজিস যা করেছে, সেটার ইম্প্যাক্ট আপনাকে কন্সিডার করতে হবে, তারা যেভাবে ক্যারি ফরোয়ার্ড করেছে, এইটা বিশ্লেষণ করে খুব একটা কিছু পাবেন না।
ধরেন আমি আপনাকে বললাম একটা প্রাণী চিন্তা করেন, অবশ্যই হাতি চিন্তা করবেন না। আপনি কোন প্রাণী চিন্তা করবেন? আমি বাজি ধরে বলতে পারি, আপনি হাতিই চিন্তা করবেন। এটাই হইলো ইম্প্যাক্ট। আমি আপনাকে কি করতে বলেছি, সেটা মুখ্য না, আপনি কি ভেবেছেন সেইটাই মুখ্য।
তাসনিম জারা আর সারজিস তাদের দুইজনের লেখায় কিছু পয়েন্ট এনেছেন। আপনি চান বা না চান, আপনার মনের ভেতরে নাগরিক পার্টি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গেঁথে যাবেই! তাসনিম কিংবা সারজিস তাদের লেখায় কোথাও নিজেদের দলের বাইরে তাদের প্রতিদ্বন্দী কোনো দলের কথা উল্লেখ করেন নাই। কিন্তু তাদের সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্রেশন ক্রিয়েট করে দিয়েছেন!
আসেন দেখি তাসনিম কি-পয়েন্ট কি বলেছেনঃ
১। "আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে।"
(তাসনিম সম্পর্কে অন্য কিছু চিন্তা করার আগেই আপনার মাথায় গেঁথে যাবে, তাসনিম একজন রাজনৈতিক কর্মী, তাঁর দল নীতিগত অবস্থান থেকে স্বচ্ছ।)
২। এর পর তিনি উল্লেখ করেছেন গাড়িবহর নিয়ে সারজিসের এলাকায় যাওয়ার কথা, কিন্তু কোথাও কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করেন নাই।
৩। এরপর সারজিসকে পরিচয় করিয়ে দিয়েছেন, “তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিলো এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে।”
(সারজিস সাদাসিধে সংগ্রামী, যা জনগণের কাছে গ্রহণযোগ্য।)
৪। এরপর আসছে দলীয় পরিচয়, “আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।”
(খেয়াল করেন, কোথাও নাগরিক পার্টির নাম নাই।একটা আদর্শ দলের কথা বলা হয়েছে, যা মানুষ পছন্দ করবে। এবং এখন পর্যন্ত এই দলের একমাত্র রেফারেন্স তাসনিম আর সারজিসের ফার্স্ট ইম্প্রেশন।)
এবার আসেন সারজিস কি বললোঃ
১। “আমাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে- একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায়-সম্বলহীন, অসহায়, নিঃস্ব না।”
(প্রথম মিথবাস্টিং, সারজিসের দলের লোক রাজনীতি করতে আসছে, কিন্তু তারা আর্থিকভাবে দূর্বল না। মানে টাকার জন্য রাজনীতি করতে তারা আসে নাই।)
২। “কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোন আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে। কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের এই মুহূর্তের চিত্র নয়।“
(সারজিস বুঝিয়ে দিয়েছেন, তিনি সোশাল মিডিয়া, আদর্শ পৃথিবী এবং বৈচিত্রময় বাংলাদেশ সম্পর্কে ওয়াকিবহাল)
৩। “আমরা নতুন বন্দোবস্ত চাই। কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে এপ্লাই করলে অলমোস্ট ৯৫+% ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে।”
( মানুষকে জানিয়ে দেয়া হলো, তারা এই পচা রাজনীতি ভাঙতে চান, তবে তাতক্ষণিক কোনো রেজাল্ট প্রত্যাশা না করাই ভালো।)
৪। “আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয়। অন্য নেতা তো দূরের কথা সাধারণ জনগণও আপনাকে গোনায় ধরবে না।” (বাংলাদেশের জনগণ শক্তের ভক্ত নরমের যম। সারজিস বুঝিয়ে দিলেন, প্রয়োজনে তারাও শক্ত হতে প্রস্তুত।)
৫। “আমরা তো অনেকেই চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য, হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম। কিন্তু এই অভ্যুত্থানেরই একটি অংশ আবার ওই একই কাজগুলো করছে। আটকাতে পেরেছেন কি?”
(প্রতিপক্ষের ক্যারেকটার এসাসিনেশন করে ফেললেন, কিন্তু নাম উল্লেখ না করেই। প্রথমেই রাখলেন চাদাবাজি- এইটাই কি ওয়ার্ড, প্রতিপক্ষকে চেনার।)
৬। “কাল থেকে সেই আসনের অসংখ্য মানুষ আপনার কাছে আসবে নানা তদবির নিয়ে আবদার নিয়ে। এর মধ্যে অনেক অনৈতিক চাওয়া থাকবে। আবার যাদের আবদার পূরণ করতে পারবেন না তারা আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে।”
(এগেইন, সারজিস যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এবং রাজনীতিবিদদের সম্পর্কে পাবলিকের পারসেপশন সম্পর্কে জানেন, সেটাই বোঝা গেলো।)
৭। “আমার এলাকায় ফেরার সময় এত গাড়ি, এত মানুষ; তাদের আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে আমার জন্য অপেক্ষা করবে এবং আমাকে সঙ্গ দিবে এটা আমিও কল্পনা করিনি।“
(পাব্লিকের মনে গেঁথে গেলো, সারজিসের জনপ্রিয়তা আছে এলাকায়।)
৮। “বাকি প্রায় ৫০ টার মতো গাড়ির ৬০০০ করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো ৫০ বছর আগেও ছিল।।শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন, সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারব ইনশাআল্লাহ। “
(ক্লিয়ার মেসেজ, তিনি ভুল কিছু করেননাই, এবং তিনি যথেষ্ঠ পরিমাণ আর্থিক ব্যাকাপ নিয়ে নেমেছেন। এখন উনি যদি নয়-ছয়ও করেন, মানুষের মনে থাকবে যে সারজিস বংশগতভাবে ধনী পরিবারের! ভবিষ্যতে যেকোনো আর্থিক অনিয়মের ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট পাবে সে!)
ওয়েল প্লেইড Dr Tasnim Jara এবং Md Sarjis Alam!
তারিক আদনান